আগরতলা শহরে খুলল গ্যাস্ট্রোএন্ট্রোলজির নতুন ক্লিনিক। নাম ইউনিটি গ্যাস্ট্রোকেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এই ক্লিনিকে প্রাথমিকভাবে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও থাকছে। শুধুমাত্র গ্যস্ট্রোএন্ট্রোলজির জন্য ক্লিনিক আগরতলাতে এই প্রথম।
কৃষ্ণনগর সিএনজি সেটেশনের উল্টোদিকে নতুন এই ক্লিনিক। খুলেছেন শহরের পরিচিত ডাক্তার অমিতাভ রায়। পর্যায়ক্রমে এই ক্লিনিক হাসপাতালে উন্নীত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আজ সকালে এই ক্লিনিকের উদ্বোধন করেন রাজ্যের দুই প্রতিষ্ঠিত চিকিৎসক সুকুমার দেবনাথ এবং বিকাশ রায়।
আগরতলা, ত্রিপুরা
COMMENTS