মিশ্র ফলাফলে ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েসন ভোটে প্রধান পদগুলি জিতে নিল সেভ কনস্টিটিউসন ফোরাম’র প্রার্থীরা। প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যুগ্মভাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদ জিতেছে ফোরাম আর তিনটি মেম্বার পদ। বিজেপি’র লিগ্যাল সেল প্রার্থীদের বিরুদ্ধে বিরোধীরা একজোট হয়ে লড়েছিলেন।
ত্রিপুরা বার এসোসিয়েসন ভোট সপ্তা দুয়েক আগে ফোরামের প্রার্থীরা জিতেছিলেন, সেরকম ভাল ফল হাইকোর্ট বার ভোট পর্যন্ত ফোরাম টেনে আনতে পারেনি। প্রেসিডেন্ট, ইত্যাদি প্রধান পদ নিয়ে সেখানে মোট পনেরতে বারটি পদে জিতেছিল ফোরাম।
হাইকোর্ট বার এসোসিয়েসন’র প্রেসিডেন্ট পদে জিতেছেন শঙ্কর দেব, এবং সম্পাদক পদে প্রণবাশিস মজুমদার।
বিজেপি’র লিগ্যাল সেলের প্রার্থীরা জিতেছেন, ভাইস-প্রেসিডেন্ট, ট্রেজারার, যুগ্মভাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং চারটি মেম্বার পদে । মেম্বার পদে একজন যুগ্ম জয়ী।
প্রধান দুই পদে হেরে যাওয়ার পর বিজেপি লিগ্যাল সেলের নেতা , ‘সিপিএম-কংগ্রেস’র সেভ কনস্টিটিউসন ফোরাম-কে অনৈতিক জোট বলেছেন। এই হেরে যাওয়াকে ‘তাদের তুলনায় অনেক ভাল’ বলেছেন।
ফোরাম’র নেতা বলেছেন, এ জয় বিজেপি’র বিরুদ্ধে, তাদের ঔদ্ধত্যের বিরুদ্ধে জয়।
COMMENTS