করোনা আতঙ্কের মধ্যেই ত্রিপুরাতে এক যুবতী গণধর্ষিত হয়েছে বলে খবর এসেছে। ঘটনা ধলাই জেলার কমলপুর মহকুমাতে। সেখানের এক গ্রামে এই গণধর্ষণের ঘটনা ঘটে ২১ মার্চ। ২৪ মার্চ কমলপুর থানায় মেয়েটির পরিবারের লোকজন অভিযোগ জানান। কিন্তু এখনও কেউ ধরা পরে নি।
এলাকার এক যুবকের সঙ্গে ১৭ বছরের যুবতীটির সম্পর্ক ছিল। ২১ মার্চ সন্ধ্যায় তার প্রেমিক তাকে ডেকে নিয়ে যায়। নিয়ে যায় পানবোয়া এলাকায়। সেখানে যুবকটির আরও দুই বন্ধু আগে থেকেই ছিল। তিনজনে মিলে মেয়েটির উপর নির্যাতন চালায় বলে অভিযোগ।
আগরতলা, ত্রিপুরা
COMMENTS