প্রথমবার টি২০ মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত

প্রথমবার টি২০ মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। বৃষ্টির জন্য প্রথম সেমিফাইনালের একটি বলও খেলা হয় নি। সিডনির মাঠে। গ্রুপের ম্যাচের পয়েন্টের জোরে ভারতের মেয়েরা ফাইনাল খেলবে।
আজ প্রথম সেমিফাইনাল ছিল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে।
গ্রুপ লিগের সব ম্যাচ জিতেছিল ভারত। পয়েন্ট ছিল আট। ইংল্যান্ড জিতেছিল গ্রুপের তিনটি ম্যাচ। তাদের পয়েন্ট ছয়। গ্রুপলীগের পয়েন্টের উপর ভিত্তি করেই ভারত পৌঁছে যায় ফাইনালে।
সিডনিতে বৃষ্টির পূর্বাভাষ আগেই ছিল। বৃহস্পতিবার তাই সত্যি হল। এভাবে গ্রুপলীগের পয়েন্টের উপর ভিত্তি করে সেমফাইনালের জয় পরাজয় নির্ধারিত হয়ায় বিরক্ত অনেকেই। তারা প্রশ্ন তুলেছেন কেন সেমিফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হল না।
ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, খেলা না হওয়া দুর্ভাগ্যের। তবে এটাই নিয়ম ঠিক করা হয়েছিল আগে থেকে।
গ্রুপের সব ম্যাচ জয়ী হবার জন্য হরমনপ্রীত তার দলের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

আগরতলা, ত্রিপুরা

COMMENTS