সুপ্রিম কোর্ট অনুমতি দিলেই ত্রিপুরার বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগ করা হবে শিক্ষকদের, ঘোষণা দিয়ে দিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
সন্ধ্যায় মহাকরণে তিনি ১০৩২৩ শিক্ষকদের বিকল্প নিয়োগের বিষয় নিয়ে বলেছেন।
ত্রিপুরার ১০৬১৮ সরকারী শূন্যপদ রয়েছে এখন। আরও শূন্যপদ আছে কিনা, তা খুঁজে দেখা হচ্ছে। শিক্ষকদের বিষয় নিয়ে বিশেষ ক্যাবিনেট মিটিং হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, সরকার এসব শূন্যপদে এই শিক্ষকদের নিয়োগ দেবে। গ্রপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদ। কিন্তু শিক্ষকদের নিয়োগ করার জন্য সরকার আগে অনুমতি চাইবে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট অনুমতি দিলেই হবে নিয়োগ।
স্পেশাল কেবিনেটের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে দিল্লিতে স্ট্যান্ডিং কাউন্সেলের কাছে। পিটিসন তৈরি হচ্ছে, জমা পড়বে সুপ্রিম কোর্টে, বলেছেন মন্ত্রী।
সুপ্রিম কোর্ট অনুমতি না দিলে কী হবে এই শিক্ষকদের, কবে ন নিয়োগ শুরু হতে পারে, এসব বিষয়ে মন্ত্রী এই মুহূর্তে মন্তব্য করতে নারাজ।
তিনি বলেছেন ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১০৩২৩ শিক্ষকদের যে আন্দোলন চলছে এবং যেকোন সময় তা আরও বড় আকার নিতে পারে, তা স্পষ্ট করা হয়েছে ক্যাবিনেটের মেমোতে।
আগরতলা, ত্রিপুরা
COMMENTS