ত্রিপুরার বিদ্যুৎ সরবরাহ পরিচালনার প্রধান জায়গা আগরতলার সভেন্টি নাইন টিলায় বিদ্যুৎ নিগমের অফিস কমপ্লেক্স। নানা রকম ব্যবস্থাপনা আছে। তার একটি ওয়ান থার্টি টু কেভি গ্রিড সাবস্টেশন। ঘটনায় কেউ আহত হবার খবর নেই।
সেখানেই আগুন লেগেছিল রাত নয়টার কিছু পরে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় অফিস এলাকার আকাশ। কিছুক্ষণ পর ব্যপক শব্দ।
পরিষেবা বন্ধ হয়ে পড়ে।রাজধানী আগরতলাসহ অনেক জায়গায় রাতের দিকেই পরিষেবা চালু হয়েছে।
ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ( টিএসইসিএল) ফেসবুক একাউন্টে রাত সাড়ে বারোটায় ঘটনা জানিয়ে, পরিষেবা স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের সহযোগিতার আবেদন জানায়।
উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, তিনিই বিদ্যুতমন্ত্রী, রাতেই সেখানে যান, সংস্থার ডিজিএম কৃষ্ণপদ সরকারও।
মন্ত্রী সেখানে বলেছেন, কীভাবে আগুন লেগেছে, জানা যায় নি।
তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
যন্ত্রপাতি পুড়ে যাওয়া ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
COMMENTS