কুমোড় পাড়া থেকে পাতিল বোঝাই গাড়ি এবার বেরোচ্ছে না

কুমোড় পাড়ায় তেতো হয়ে আছেন সবাই, বিক্রি করেন মিষ্টির দোকানের জন্য পাতিল।

শুকনো দিনে পাতিল বানানো হয়, এতদিনে সেসব শেষ হয়ে মহাজনের শোধ করে সামান্য বিশ্রামের সময়। মজুদ থাকলেও তা ধীরে ধীরে কয়েকমাসে শেষ হয়ে যেত।  কারও  হয়ত আবার  একটু-আধটু সব্জী চাষে লাগার কথা। পয়সা কোথায় এবার !

আর কয়েকমাস , আবার পাতিল পোড়ানোর দিন আসছে, এ বছর কতটা পুড়বে , কেউ নিশ্চিত নন। সে কথা পরে, এখন তো বাঁচতে হবে, সেই চিন্তাই আগরতলার নন্দন নগরের পাল পাড়ায়।

COMMENTS