ত্রিপুরার বাইরে থেকেই এসেছে বিএসএফ-এ করোনা সংক্রমণঃ আইনমন্ত্রী রতনলাল নাথ

বিএসএফ’র  যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ ত্রিপুরার বাইরে থেকে জীবাণু নিয়ে এসেছেন। মার্চে  প্রায় দু’শো জন ছুটি কাটিয়ে ফিরেছিলেন। বিএসএফ নিজের উদ্যোগেও তদন্ত করছে। স্বাস্থ্যদপ্তর বিএসএফ জওয়ানদের মধ্যে কোভিড-ওয়ান নাইন’র সূত্রে  ৩৩৪ জনকে চিহ্নিত করেছে টেস্ট করার জন্য। ৩৪ জনের টেস্ট রিপোর্ট এসেছে। তাদের মধ্য থেকেই গতকাল বারো জনকে পাওয়া গিয়েছিল পজিটিভ। ১৭৯ জনের টেস্ট আজ হয়েছে। তাদের রিপোর্ট এখনো আসেনি। আগামীকাল ১১৮ জনের টেস্ট হবে। এই ৩৩৪ জনের মধ্যে ৯০ জন স্বাস্থ্যকর্মী, তারা চিকিৎসা করেছিলেন  গন্ডাছড়ায় ও পরে কুলাইয়ের হাসপাতালে ভর্তি বিএসএফ জওয়ানের। ২৪১ জন ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ান, ৩ জন অন্য ব্যাটালিয়নের,   ধলাই জেলা হাসপাতালে ভর্তি ছিলেন আক্রান্ত জওয়ানের পাশাপাশি।
সন্ধ্যায় আইনমন্ত্রী  মন্ত্রী রতন লাল নাথ বলেছেন,  সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব সঞ্জয় কুমার রাকেশ, কোভিড সারভিলেন্স অফিসার ডাঃ দীপ দেববর্মা।

(ফাইল ছবি)

COMMENTS