ত্রিপুরায় আরও ১২ জন কোভিড-ওয়ান নাইন আক্রান্ত

ত্রিপুরায় আরও ১২ জন কোভিড-ওয়ান নাইন আক্রান্ত রোগী পাওয়া গেছে।

রবিবার রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজের সামাজিক মাধ্যম থেকে এ খবর জানান। আক্রান্তরা সবাই বিএসএফ কর্মী। তারা আছেন ত্রিপুরার ধলাই জেলার আমবাসায়।

গতকাল দুজন বিএসএফ কর্মীকে পাওয়া গিয়েছিল করোনা আক্রান্ত হিসাবে। তারপর ঐ বাহিনীর অন্য জওয়ানদের পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে এই ১২ জনকে পজেটিভ পাওয়া যায়।

এখন ত্রিপুরায় কোভিড ওয়ান নাইন পজেটিভ রোগীর সংখ্যা ১৪ জন। দুজন আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে গেছেন।

দুজন কোভিড ওয়ান নাইন আক্রান্ত রোগী সুস্থ হবার পর রাজ্য সরকার ত্রিপুরাকে করোনামুক্ত বলে ঘোষণা করেছিল।

আগরতলা, ত্রিপুরা

preload imagepreload image