ত্রিপুরার পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নারায়ণ নাথ’র বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ। দীর্ঘদিন ধরেই অভিযোগকারীকে উত্তক্ত করার নালিশ রয়েছে। দিন কয়েক আগে এক সন্ধ্যায় ঘরে ঢুকে নির্যাতন করার অভিযোগ আনা হয়েছে।
সোমবারে ত্রিপুরা মহিলা কমিসন’র চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী গিয়েছিলেন অভিযোগকারী সাথে কথা বলতে। অভিযুক্তের বাড়িতেও তারা গিয়েছিলেন, তাকে না পেয়ে বাড়ির মানুষের সাথে কথা বলেছেন তারা।
চেয়ারপার্সন বলেছেন, প্রশাসনের কাছে কমিসন রিপোর্ট দেবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যাইহোক না কেন, প্রশাসন যেন তদন্ত করে ব্যবস্থা নেয়।জনপ্রতিনিধি হলেও অন্যায় করলে কোনও আপোস নয়।
পানিসাগর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত।
কয়েকদিন আগে মেলাঘর পুর পরিষদের ভাইস চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছিল পুলিশ কর্মীকে আক্রমণ করার অভিযোগে।
কমলপুর মহকুমার সালেমা ব্লকে বিএসি চেয়ারম্যান বিমল দেববর্মার ভাড়াবাড়িতে রবিবার দুপুরে দিনদুপুরে লুঠ হয়েছে বলে তিনি থানায় অভিযোগ করেছেন। তিনি নাম দিয়েই চারজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।
COMMENTS