বুনো মাশরুম খেয়ে হাসপাতালে আট, এখন সুস্থতার দিকে

বুনো মাশরুম খেয়ে হাসপাতালে আট, এখন সুস্থতার দিকে

বুনো ওল, মাশরুম  খেয়ে গণ্ডাছড়ার তৈচামা এডিসি ভিলেজের মণিরাম পাড়ার আটজন হাসপাতালে ভর্তি আছেন। বমির সাথে চেতনা লোপ পাওয়ার অবস্থা হয়েছিল তাদের। তবে  তারা এখন সুস্থ হওয়ার দিকে বলে খবর পাওয়া গেছে। ঘটনা গতকালের।

অসুস্থদের মধ্যে বাহাত্তর বছরের সংকসুর চাকমা, আট বছরের মনীষা চাকমা রয়েছেন।

গরীব পাহাড়ি জনপদে জঙ্গলের  আলু,ইত্যাদি খাওয়া  হয়েই থাকে।

গন্ডাছড়া ত্রিপুরার দক্ষিণ দিকের একটি মহকুমা।

 

COMMENTS