ভারতে এখন কোভিড-উনিশে আক্রান্তের সংখ্যা সোয়া লাখের বেশি

 

ভারতে এখন কোভিড-উনিশে আক্রান্তের সংখ্যা সোয়া লাখের বেশি। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ছয় হাজারের বেশি। এখন পর্যন্ত একদিনে আক্রান্ত হবার সংখ্যা এটাই সবচেয়ে বেশি ভারতে। যে হারে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বারছে তা বিশ্বের মধ্যে তৃতীয় সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি সংক্রমণ বাড়ছে আমেরিকায়। তারপর রাশিয়া। তিনেই রয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ সকালে যে রিপোর্ট দিয়েছে তাতে বর্তমানে আক্রান্তের সংখ্যা এক লাখ পঁচিশ হাজার একশো এক। কোভিড-উনিশের আক্রমণে মারা গেছে তিন হাজার সাতশো কুড়ি জনের। সুস্থ হয়েছেন একান্ন হাজার সাতশো চুরাশি। স্বাস্থ্য মন্ত্রকের দাবি দেশে সুস্থ হবার হার প্রায় বেয়াল্লিশ শতাংশ।

দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে মৃত্যুও সবচেয়ে বেশি। দেশে সব রাজ্যে যা মারা গেছেন, একা মহারাষ্ট্রেই প্রায় তার প্রায় অর্ধেক। মারা গেছেন এক হাজার পাঁচশো সতের জনের।    

আক্রান্তের হিসেবে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা চৌদ্দ হাজার সাতশো তেপান্ন। মৃত্যু হয়েছে সেরাজ্যে আটানব্বই জনের। দেশে তৃতীয় স্থানে আছে গুজরাত। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন তের হাজার দুশো আটষট্টি জন। মারা গেছেন আটশো দুই জন। মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাত। রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বার হাজার তিনশো উনিশ।

COMMENTS