মৃদু ভূমিকম্প!

ভূমিকম্প অনুভূত হয়েছে সন্ধ্যায় ত্রিপুরায়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল মণিপুরের মইরাং থেকে পনের কিলোমিটার পশ্চিমে, মাটির প্রায় সাতাশ কিলোমিটার নীচে। রিখটার স্কেলে ধরা পড়েছে তীব্রতা ৫.৪ মাত্রায়। তারই ঝটকা লেগেছে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে। ত্রিপুরার ধলাই, উত্তর ত্রিপুরা এবং আগরতলায়ও হালকা কম্পন অনুভূত হয়েছে।

” আটটা বেজে বার মিনিট পনের সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। এখন পর্যন্ত ধলাই ও কুমারঘাট থেকে সামান্য ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। কোনও ক্ষতির খবর নেই,” বলেছেন বিপর্যয় মোকাবিলার রাজ্যস্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্বে থাকা কনেস্টবল গৌরাঙ্গ সাহা।

preload imagepreload image