ডুকলি বাজারের কাছে এক গৃহবধূ খুন !

ডুকলি বাজারের কাছে এক গৃহবধূ খুন !Featured Video Play Iconপ্রতিকী

ত্রিপুরার রাজধানী শহর আগরতলার শহরতলী পূর্ব বাধারঘাটের ডুকলি এলাকায় নিজের ঘরেই মৃত অবস্থায় এক মহিলাকে পাওয়া গেছে। ডুকলি বাজারের কাছে এই ঘটনা।  পুলিশ সেখানে গেছে। ছেলে ঘরে ঢুকে মা-কে মৃত অবস্থায় পান বলে প্রাথমিক খবর। মাথায়  আঘাত আছে বলে জানা গেছে।  তার নাম, রত্না দেব ঘোষ। বয়স আনুমানিক ৪৫। স্বামী মানিক ঘোষ। স্বামী ক্যান্সারে ভুগছেন। মানিক ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর।

অত্যন্ত গরীব পরিবার। এক ছেলে  তাদের। ছেলেটি দোকানে কাজ করেন। সন্ধ্যায় ছেলে ফিরে দেখেছেন,  মা’র রক্তাক্ত দেহ।

 

COMMENTS