কোভিড-ওয়ান নাইনে আক্রান্ত ত্রিপুরার আরও ২২। মোট আক্রান্ত ৬৪

কোভিড-ওয়ান নাইনে আক্রান্ত ত্রিপুরার আরও ২২। মোট আক্রান্ত ৬৪

ত্রিপুরায় আরও ২২ জন কোভিড-ওয়ান নাইনে আক্রান্ত। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা হল ৬৪। যার মধ্যে চিকিৎসা হচ্ছে ৬২ জনের। সন্ধ্যায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আজ যে নতুন ২২ জন কোভিড ওয়ান নাইন রোগীকে চিহ্নিত করা হল এরা সবাই সন্ধান বিএসএফ ১৩৮ নম্বর ব্যাটালিয়নের। এই ২২ জনের মধ্যে ১৮ জন পুরুষ , একজন মহিলা এবং তিনটি শিশু। এর আগে আরও দুজন শিশু করোনায় আক্রান্ত হয়েছে ।

ত্রিপুরার ধলাই জেলার আমবাসার জহরনগরে রয়েছে বি এস এফ’র ১৩৮ নম্বর ব্যাটালিয়নের হেড কোয়ার্টার। এখন পর্যন্ত দুজন বাদে বাকি সব আক্রান্ত সেই ক্যাম্পেরই।

দুজন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ত্রিপুরাতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রথম করোনায় আক্রান্ত হবার তথ্য সামনে এসেছিল। তিনি ছিলেন উদয়পুরের এক মহিলা।

COMMENTS