একদিনে এত মানুষ আগে পজিটিভ হিসেবে শনাক্ত হননি ত্রিপুরায়। তালিকায় ১৭১ জন পজিটিভ আজ, ৪১৮৪ জনের টেস্ট হয়েছিল।
আক্রান্তদের মধ্যে ৮২ জন বিএসএফ জওয়ান, ৪০ জন ১৩৩ নম্বর ব্যাটেলিয়নের, ৪০ জন ১৪৫ ব্যাটেলিয়নের, ৬৪ ও ১৩০ ব্যাটালিয়নের ১ জন করে আক্রান্ত হিসেবে পাওয়া গেছে।
১৪৬ জনকে পজিটিভ শনাক্ত হন এন্টিজেন টেস্টে, সব বিএসএফ জওয়ান এই পরীক্ষাতেই শনাক্ত হয়েছেন। ২ জন বিমান যাত্রী, ৮ জন আক্রান্তদের সংস্পর্শ থেকে। ১০ জনের শরীরে করোনার লক্ষণ আছে। ৪ জন আক্রান্ত হয়েছেন কন্টেনমেন্ট জোন থেকে।
জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পজিটিভ কেস ধলাইয়ে, ৮৫ জন আক্রান্তের খোঁজ মিলেছে। সিপাহীজলার আছেন ৩৪ জন, গোমতীর ১৭, পশ্চিম ত্রিপুরা জেলার ১২, দক্ষিণ ত্রিপুরার ৭, উত্তর ত্রিপুরার ৭, ঊনকোটি জেলার ৫, এবং খোয়াইয়ের ৪।
আজ দুজন মারাও গেছেন করোনায় আক্রান্ত হয়ে।
COMMENTS