করোনায় আক্রান্ত হয়ে ত্রিপুরায় মারা গেছেন আরও দু’জন। আজ একজন মহিলা আছেন। আগরতলার জিবিপি হাসপাতালে, একজন দুপুর বেলায়, একজন বিকালে। করোনায় এই প্রথম একজন মহিলা ত্রিপুরায় মারা গেলেন।
তাদের মধ্যে একজন ৭২ বছর বয়সী দক্ষিণ ত্রিপুরা জেলার মহিলা। ১৩ জুলাই তাকে শান্তিরবাজার প্রাথমিক হাসপাতালে আনা হয়। ১৪ জুলাই আনা হয়েছিল উদয়পুর হাসপাতালে। সেখানে কোভিড টেস্টে তার পিজিটিভ ধরা পড়ে। গতকাল জিবিপি হাসপাতালে তাকে পাঠানো হয়। তার ডায়াবেটিস এবং হাইপার টেনসন ছিল।
দুপুরে মারা যান তিনি।
অন্য জন ৬৩ বছরের, ধলাই জেলার কোভিড কেয়ার সেন্টার থেকে ১৬ জুলাই তাকে আনা হয়েছিল জিবিপি হাসপাতালে। বিকালে মারা গেছেন তিনি।।
তার পাইরোসিস ফোসায়, মানে গলায় ক্যান্সার গ্রোথের হিস্ট্রি ছিল।দু’জনেই এন্টিজেন টেস্টে পজিটিভ শনাক্ত হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে।
ত্রিপুরায় করোনায় মৃত্যু হল পাঁচ জনের।
জুলাইয়ের ১২ এবং ১৫ তারিখ ত্রিপুরায় করোনায় দু’জনের মৃত্যু হয়, গত মাসে মারা যান একজন।
তার আগে একজন জিবিপি হাসপাতালের ফ্লু ক্লিনিকে আত্মহত্যা করেন, মারা যাওয়ার পর দেখা গেছে তিনি করোনা পজিটিভ।
শনিবারে ত্রিপুরায় কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭১ জন।
COMMENTS