ত্রিপুরায় তিন দিনের লকডাউন শুরু হচ্ছে ২৭ জুলাই ভোর থেকে।
আসলে লকডাউন শুরু হয়ে গেছে রাত নয়টা থেকেই। রাত নয়টা থেকে কারফিউ আছেই, ফলে লকডাউন শুরু হয়ে গেছে বলাই যায়।
মুদির দোকান, সব্জির দোকান, ওষুধের দোকান, ইত্যাদি খোলা থাকবে। গণপরিবহন বন্ধ থাকবে।বাজারে একটা নির্দিষ্ট সংখ্যক দোকান খোলা রাখা যাবে।
রেস্তোরাঁ বন্ধ বন্ধ থাকলেও, খাবারের হোম ডেলিভারি বন্ধ থাকছে না।
” যারা খাবার ডেলিভারি দেন, তাদের পাস দেয়া হবে আগামীকাল। তাছাড়া সব্জি বিক্রেতাদের উৎসাহ দেয়া হচ্ছে বাড়ি বাড়ি তাদের আনাজ বিক্রি করার জন্য,” বলেছেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাঃ সন্দীপ এন মাহাত্মে।
COMMENTS