১৫ আগস্ট সকাল থেকে এখন পর্যন্ত ত্রিপুরায় তিনটি অস্বাভবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে।
পশ্চিম ত্রিপুরা জেলার পুরানো আগরতলায় শম্ভু দাসকে সকালে মৃত পাওয়া যায় । গোমতী জেলার বনদুয়ারে পুলিন দেবনাথ নামে একজনের দেহ পাওয়া যায় একটি ক্যানেলের পাশে।
খোয়াই জেলার লালছড়ায় টুটন ঘোষ নামে একজন মারা গেছেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। অভাব ও মানসিক অবসাদে ভুগছিলেন টুটন বলে তার কাছাকাছি লোকজন বলেছেন।
COMMENTS