বিষাদে ভুগে আত্মহত্যা করলেন সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য

বিষাদে ভুগে আত্মহত্যা করলেন সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য

ত্রিপুরার ধলাই জেলার সাংবাদিক বিশ্বজিত ভট্টাচার্য আত্মহত্যা করেছেন।বয়স ছিল ৪৮ বছর। সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়িতেই।
স্ত্রী ‘১০৩২৩’ শিক্ষকদের একজন। মাস তিনেক ধরেই বিষাদে ভুগছিলেন। তাদের নয় ক্লাস পড়ুয়া একটি মেয়ে আছে।
ধলাই জেলার ডিডি নিউজ ও কমলপুরের দৈনিক সংবাদ পত্রিকা’র প্রতিনিধি ছিলেন।
আইনেট সংস্থার হয়ে কাজ শুরু করেছিলেন সেই প্রায় দুই দশক আগে।

তার মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংস্থা শোক জানিয়েছে।
সহজ-সরল বিশ্বজিৎ ভট্টাচার্য’র সাংবাদিক হিসেবে যথেষ্ট সুনাম ছিল। খবর নিয়ে সাহায্য চাইলেই পাওয়া যেত। পরোপকারীও ছিলেন।

” মাস তিনেক ধরেই চূড়ান্ত ডিপ্রেসনে ছিলেন বিশ্বজিৎ। কিন্তু এমন সর্বনাশের পথ বেছে নেবেন তিনি, সেটা কেউ ভাবতেও পারেননি,” বলেছেন তারই এক নিকটাত্মীয়।

তার আত্মহত্যার খবরে আঁতকে উঠেছেন তার পরিচিতরা।

preload imagepreload image