কোভিড ওয়ান নাইন’র এক বছর !

কোভিড ওয়ান নাইন’র  এক বছর !ফাইল ছবি

২০১৯ সালের ১৭ নভেম্বর! ঠিক এক বছর আগে চিনে প্রথম কোভিড ওয়ান নাইন  রোগী শনাক্ত হয়েছিলেন । এক বছর পেরিয়ে গেছে, এই করোনা ভাইরাস মানুষের সাথে আছে।

চিনের হুবেই রাজ্যে একজনকে পাওয়া যায়। সেখানে তার পরের রোগী উয়ানে ডিসেম্বরের ৮ তারিখ। চিন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই বছরের ৩ জানুয়ারি জানায় যে অজানা ভাইরাসের সংক্রমণ হচ্ছে।

 

 

জানুয়ারিতেই এই ভাইরাস অন্য দেশে শনাক্ত হতে শুরু করে। ভারতে ৩০ জানুয়ারি কেরালায় প্রথম কোভিড রোগী পাওয়া যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ওয়ান নাইনকে আন্তর্জাতিক স্তরে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করে দেয়।

ভারত যদিও তখনও কোনও ব্যবস্থাই নেয়নি।

 

আরও বহুদিন পেরিয়ে, মার্চের ২৪ তারিখ দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়, চলে ৩১ মে পর্যন্ত।

 

জুলাইয়ের শেষে ভারতে ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত বলে শনাক্ত হন। এখন সেই সংখ্যা প্রায় নব্বই লাখ, মারা গেছেন এক লাখ একত্রিশ হাজারের বেশি মানুষ।

পৃথিবীতে সাড়ে পাঁচ কোটির বেশি আক্রান্ত, মারা গেছেন তের লাখের বেশি।

আমেরিকায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, তারপরেই ভারত। ব্রাজিল, ফ্রান্স এবং রাশিয়া তার পর পর।

ভারত একসময় অনেক নীচের দিকেই ছিল, এক এক করে অনেক দেশকে ছাড়িয়ে দুই নম্বরে এখন। ভারতের মতই বেশি মানুষের দেশ চিন, যেখানে প্রথম এই রোগী শনাক্ত হন, তারা অবস্থা সামলে নিয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা এক লাখও ছাড়ায়নি, মারা গেছেন সাড়ে চার হাজারের মত।

COMMENTS