নাট মন্দিরের পিলারে বেঁধে মার মহিলাকে, টাটা কালিবাড়ির স্মৃতির যেন ফিরে আসা

পশ্চিম ত্রিপুরায় অপরাধ কমেছ, এই সেদিন দাবি করেছিলেন এসপি।

আগরতলার এনসিসি থানার শরৎপল্লি এলাকায় এক নাট মন্দিরের পিলারে বেঁধে মারা হয়েছে এক মহিলাকে। সেখানকার এক শাসকদলীয় নেতার স্ত্রী এই আক্রমণের নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ। তার অভিযোগ, তার স্বামীর সাথে সেই মহিলার ‘সম্পর্ক’ আছে।

বেশ কয়েক বছর আগে আগরতলার টাটা-কালিবাড়ি এলাকায় পূজা মন্ডপে এক মহিলাকে বেঁধে মারা হয়ছিল। মহিলারা মারার কাজটি করেছেন, পুরুষেরা নির্দেশ দিচ্ছিলেন। চেয়ারে বসে অন্যরা দেখছিলেন।
সেই ঘটনায় বেশ কয়েকজন সাজা পেয়েছেন। জেলে গেছেন।
আক্রমণের যিনি শিকার হয়েছিলেন, তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন, বিজেপি করেন।

প্রায়ই একই ঘটনা শরৎ পল্লিতেও হল। এখনও গ্রেফতারের কোনও খবর নেই। সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ ত্রিপুরার রাজনগর এলাকার উজান চন্দ্রপুরে রাজু ভিল এবং তার স্ত্রী শঙখমণি ভিল বুধবারে আক্রান্ত হয়েছেন। শঙখমণির পিঠের চামড়া তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ। গ্রেফতারের খবর নেই।

আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আগরতলায় জেলা আদালত চত্বরে আইনজীবী আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়ায় বলেছিলেন, পুলিশ প্রতিবাদ থামাতে যত আগ্রহী, অপরাধী গ্রেফতারে ততটাই অনাগ্রহী।

COMMENTS