স্বাস্থ্য দফতরের সায় নেই, আগামীকাল খুলছে না কলেজ/স্কুল ত্রিপুরায়

স্বাস্থ্য দফতরের সায় নেই, আগামীকাল খুলছে না কলেজ/স্কুল  ত্রিপুরায়

স্বাস্থ্য দফতর’র সাড়া না পাওয়ায় আগামীকাল ত্রিপুরায় কলেজ খুলছে না।

হায়ার এজুকেসন’র ডিরেক্টর সাজু  ভাহিদ’র সই করা নোটিশ জারি হয়েছে, ” In view of not receiving positive response from the Health & F.W. Department, Tripura…. “, তাই ১ ডিসেম্বর থেকে কলেজে পড়ুয়াদের সশরীরে উপস্থিত থাকতে হবে না।
পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

স্কুলও খুলছে না বলে জানা গেছে। স্কুলে দশ ও বার ক্লাসের পুরোপুরি ক্লাস শুরুর কথা ছিল।
তবে নয় ক্লাস থেকে বার ক্লাস পর্যন্ত অভিভাবকের অনুমতি নিয়ে পড়ুয়াদের স্কুলে আসার বিষয় চালু আছে।

কিছুদিন আগে ‘নেবারহুড ক্লাস’ শুরু করেছিল ত্রিপুরা সরকার। শুরুর আগেই নানা দিক থেকে আপত্তি ছিল। দশদিনও তা চালানো যায়নি, কোভিডের বাড়াবাড়ির জন্য বন্ধ করে দিতে হয়।
যদিও সব পড়ুয়াকে এই ক্লাসের আওতায় আনার বদলে দুর্বল ছাত্র, ইত্যাদি আগ্রাধিকারের কথা বলা হয়েছিল।

নেবার হুড ক্লাসের নামে রাস্তায়, রাস্তার পাশে, কোথাও স্কুল ঘরের পেছনে আগাছায় ক্লাস বসানো হয়েছিল। শিক্ষকমশাইকে দূরত্ব বজায় রেখে গাছে উঠেও বসে আছেন,এমন ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। একজন শিক্ষক মারাও যান সেই সময় কোভিড আক্রান্ত অবস্থায়।

COMMENTS