আগরতলার বড়জলায় গণপিটুনির কারণে মারা গেছেন শ্রমিক অরুন চন্দ্র দাস গত মাসে।
সেই ঘটনায় প্রতিমা সূত্রধর নামে এক অভিযুক্তকে আজ গ্রেফতার করেছে পুলিশ।
বড়জলা পশ্চিম ত্রিপুরায়।
অক্টোবরের ১০ তারিখ অরুণ চন্দ্র দাস সাইকেলে যাবার সময় সামান্য একটু দুর্ঘটনা হয়। সেই ঘটনার জেরে শুরু হয় লিঞ্চিং। হাসপাতালে মারা যান তিনি কয়েকদিন পর। থানায় অভিযোগ করা হলেও, প্রথমদিকে কিছুই হয়নি।
দেহ নিয়ে রাস্তা অবরোধ হয়। তখন পুলিশ একটু নড়েচড়ে।
সেই এলাকার বিধায়ক বিজেপি’র ডাঃ দীলিপ দাস বলেছিলেন, আক্রমণকারীরা মানুষের সমাজের উপযুক্ত না। তিনি অবশ্য ‘মব লিঞ্চিং’ কথায় আপত্তি করেছিলেন।
Newer Post
এগারো ক্লাস পড়ুয়া দেহ পাওয়া গেল স্টেডিয়ামেOlder Post
কাশ্মীরে প্রাণ গেল আগরতলার বিএসএফ জওয়ানের
COMMENTS