প্রাক্তন বিধায়ক গোপাল রায়’র অভিযোগে সরকারকে হাইকোর্টের নোটিশ

কংগ্রেস নেতা গোপাল রায়’র বাড়ি ঘেরাও করেছিল বিশাল পুলিশ বাহিনী। এই বছরের মাঝামাঝি এই ঘটনা।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কোভিড নিয়ে ভুল তথ্য দিয়েছেন, থানায় অভিযোগ করেছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতা, প্রাক্তন বিধায়ক গোপাল রায়।

পরদিন তার বিরুদ্ধে  এক আইনজীবী অভিযোগ আনেন যে গোপাল রায় এখন বিধায়ক না হয়েও অশোকস্তম্ভ ব্যবহার করছেন চিঠিতে।ষড়যন্ত্র হচ্ছে।

 

পুলিশ সেই মামলার সূত্র ধরে তার বাড়ি তল্লাশি করতে চেয়েছিল, আদালত অনুমতি দেয়নি। তারপরেও পুলিশ তার বাড়ি ঘেরাও করেছিল।

 

গোপাল রায় ত্রিপুরা হাইকোর্টে অভিযোগ জানান যে তার বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও, ইত্যাদি বেআইনিভাবে করা হয়েছে। তিনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরনও চেয়েছিলেন।

 

হাইকোর্ট , রাজ্য সরকারকে নোটিশ করেছে, নিজের বক্তব্য জানানোর জন্য।  ৬ জানুয়ারী পরের শুনানি।

 

আসামের কোভিড সংখ্যা ভুল দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এই ছিল অভিযোগ। যখনকার ঘটনা, সেই সময় কোভিড নিয়ে ভুল তথ্য সামাজিক মাধ্যমে দেয়ার জন্য অন্তত দুইজন গ্রেফতার হয়েছিলেন, বিচারবিভাগীয় হেফাজতেও ছিলেন।

আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেছেন।

 

COMMENTS