মারা গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী

মারা গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। ভোররাতে মারা গেছেন। কিডনির সমস্যায় ভুগছিলেন। বয়স হয়েছিল ৮৩।
পশ্চিমবঙ্গের সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
চার মাস আগে, ১৫ নভেম্বরে মারা যান সৌমিত্র। সৌমিত্র মারা যাবার পর মানসিকভাবে ভেঙে পড়েন দীপা। বলেছেন তার পরিবারের লোকজন।
দীপা চট্টোপাধ্যায় ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন।

১৯৬০ সালে দীপা চট্টোপাধ্যায় বিয়ে করেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। দীপা ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক পাশ করেছিলেন দীপা চট্টোপাধ্যায়।

কয়েকটি ছবিতে দুজনে একসঙ্গে অভিনয়ও করেছেন। অন্যতম হচ্ছে ‘গাছ’, ‘দুর্গা’।
তাদের দুই সন্তান সৌগত চট্টোপাধ্যায় এবং পৌলমী বসু।
মেয়ে পৌলমী জানান, মূলত বাবা চলে যাওয়ার পর পরই বাঁচার সব আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তার মা। এছাড়াও শারীরিক অসুস্থতা তো ছিলই।

COMMENTS