বাংলাদেশে আটকে থাকা ভারতীরা ফিরলেন

বাংলাদেশে আটকে থাকা ভারতীরা ফিরলেনFeatured Video Play Icon

বাংলাদেশে আটকে থাকা প্রায় ২৩৫ জন ভারতীয় আজ দেশে ফিরলেন। লকডাউনের কারণে প্রায় দুমাস ধরে ভারতীয় এই নাগরিকরা আটকা পড়েছিলেন বাংলাদেশে। তিনটি সীমান্ত চেকপোস্ট দিয়ে তারা ভারতে আসেন। এর মধ্যে ত্রিপুরার এসেছেন ১২৯ জন। তারা আসেন আগরতলার আখাউড়া চেকপোস্ট দিয়ে। আসামের প্রায় একশ জন করিমগঞ্জ দিয়ে এসেছেন। তাছাড়া মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়েও এসেছেন কিছু মানুষ।

আগরতলায় যারা এসেছেন তাদের সঙ্গে সীমান্ত পর্যন্ত আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলিও।

আখাউড়া সীমান্তেই যাত্রীদের স্ক্রিনিং করা হয়। এখানে ইমিগ্রেশনের কাজ সারার পর তাদের নিয়ে যাওয়া হয়েছে ইনিস্টিটিউশন্যাল কোয়ারান্টাইনে। তাদের সবার সোয়াব টেস্ট হবে কোভিড-উনিশ পরীক্ষার জন্য।

 

COMMENTS