প্রায় দুই সপ্তাহ ধরে আগরতলা চেক পোস্ট দিয়ে বন্ধ আছে বাংলাদেশ থেকে মাছ রপ্তানি। সোমবার থেকে আবার শুরু হতে পারে।
আগরতলা চেক পোস্টের উল্টোদিকেই বাংলাদেশের আখাউড়া।
দু’দিন আগে আখাউড়ার ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, ৯ জুলাই পাঠানো তাদের এক গাড়ি মাছের দাম পাচ্ছেন না। দু’দিনের মধ্যে বিষয়টির সমাধা না হলে তারা মাছ পাঠানো বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
” বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। স্থানীয় বিধায়ক আলোচনায় বসে তা মিটমাট করেছেন। আখাউড়ার মেয়রের সাথে কথা বলছেন,” বলেছেন আগরতলার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ীদের নেতা কৃষ্ণনন্দ মজুমদার।
” তাদের টাকা মিটিয়ে দেয়া হচ্ছে। সোমবার চালানের সাথে একেবারে মিটিয়ে দেয়া হবে”, বলেছেন কৃষ্ণনন্দ।
আখাউড়ার ব্যবসায়ীরা অভিযোগে বলেছিলেন, তারা ব্যবসা করতে গিয়ে নিরাপত্তা পাচ্ছেন না।
প্রসঙ্গক্রমে তারা শাসক দল বিজেপি’র নামও নিয়েছিলেন। যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ, তারা বিজেপি’র বলেও তাদের মন্তব্য ছিল।
ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্পাদক টিংকু রায় ফোনে বলেছেন, বাংলাদেশের ব্যাপারটি তার চোখে পড়েনি। তার পক্ষে এই ব্যাপারে মন্তব্য করা মুশকিল। মাছের কোনও কিছুর সাথে তাদের কেউ জড়িত নয়।
করোনা পরিস্থিতিতে তিনমাসের বেশি সময় আখাউড়া থেকে মাছ আমদানি বন্ধ ছিল আগরতলায়। কিছুদিন আগেই তা আবার শুরু হয়েছে।
কৃষ্ণনন্দ মজুমদার বলেছেন, মাছ ছাড়া আর অন্য কোনও কিছুই বন্ধ নেই। অন্য যেসব জিনিস আসে বা যায়, সেগুলি সবই চলছে। মাছ আমদানিই শুধু বন্ধ আছে। সোমবার থেকে তা আবার চালু হবে বলে তিনি জানিয়েছেন।
COMMENTS