ত্রিপুরার উনকোটি জেলায়২৪ ঘণ্টার বনধ ডেকেছে সরকারের জোট শরিক আইপিএফটি। আগামীকাল সকাল পাঁচটা থেকে পরশু সকাল পাঁচটা পর্যন্ত এই বনধ চলচবে। বলেছেন দলের জেলা সভাপতি জয়কিশান দেববর্মা।
আজ সন্ধ্যায় কৈলাসহরের সিংগিরবিল এলাকায় দলীয় অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলন করে এই বনধের ডাক দেন জয়কিশান দেববর্মা। সেখানে তিনি বলেছেন, সাত দফা দাবিতে এই এই বনধ। উনকোটি জেলায় এডিসির যেসব এলাকা রয়েছে সেখানে চলবে বনধ। তিনি বলেছেন ১ জুলাই তার উপর আক্রমণ করেছিল বিজেপির দুষ্কৃতিরা। তিনি পুলিশে অভিযোগ জানিয়ে ছিলেন। কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। তার অভিযোগ এডিসি এখন প্রশাসক চালাচ্ছেন। কিন্তু তার পরেও বিধায়ক ভগবান দাস এবং সুধাংশু দাসের সৌজন্যে এমন লোক বিভিন্ন সুবিধা পাচ্ছেন যারা আর্থিকভাবে সক্ষম। সেখানে গরীবরা বঞ্চিত হচ্ছেন। জোট শরীক হলেও আইপিএফটিকে কোনও সুযোগ দেয়া হচ্ছেনা।
COMMENTS