দুর্গাপূজার সময়ে মেলামেশায় কোভিড রোগী বেড়ে যাওয়ায় আশাঙ্কা স্বাস্থ্য আধিকারিকের। বিশেষ নির্দেশ জারি।

দুর্গাপূজার সময়ে মেলামেশায় কোভিড রোগী বেড়ে যাওয়ায় আশাঙ্কা স্বাস্থ্য আধিকারিকের। বিশেষ নির্দেশ জারি।

দুর্গা পূজা সময়ে মেলামেশার জেরে হঠাৎ কোভিড রোগী বেড়ে যাওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য দফতর। পশ্চিম ত্রিপুরা জেলার চিফ মেডিক্যাল অফিসার সব হাসপাতাল প্রধানকে চিঠি দিয়েছেন কোভিড বাড়াতে, এবং নজরদারি জোরদার করতে।

নতুন করে চিকিৎসা ব্যবস্থা , বা ট্রিটমেন্ট প্রটোকল দেয়া হয়েছে।

সব আউট ডোর পেসেন্টের কোভিড টেস্ট করার চেষ্টা করতে হবে। জ্বর, শ্বাসকষ্ট,ইত্যাদি নিয়ে যারা আসবেন, তাদের প্রত্যেকের কোভিড টেস্ট করতেই হবে। পজিটিভ কারও সংস্পর্শে যারা এসেছেন, তাদের পাঁচ থেকে দশদিনের মধ্যে টেস্ট করতে হবে।
প্রত্যেক হাসপাতালে একজন ডাক্তারের নেতৃত্বে পজিটিভ কারও সংস্পর্শে আসাদের শনাক্ত করার টিম থাকবে। কারও কোভিড ধরা পড়লে, তার সংস্পর্শে কারা এসেছেন, এবং তাদের সংস্পর্শে কারা এসেছেন তাদের ২৪ ঘন্টার মধ্যে শনাক্ত করতে হবে।

হোম আইসোলসনে যারা থাকবেন, তাদের পালস অক্সিমিটার দিতে হবে। অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে নেমে গেলেই হাসপাতালে নিয়ে যেতে হবে।
হোম আইসোলেসনে থাকা কোভিড রোগীর সংস্পর্শে আসাদের একটি হোমিওপ্যাথি ওষুধ খেতে বলা হয়েছে।
তাছাড়াও আশা কর্মীদের দিয়ে জ্বর, শ্বাসকষ্ট’র রোগীদের খুঁজে বের করতে হবে। ইত্যাদি ইত্যাদি নির্দেশ জারি হয়েছে।

চিঠিটি শুরু হয়েছে এইভাবে, আপনারা সবাই জানেন যে দুর্গা পূজার সময়ে কোভিড রোগীদের সংস্পর্শে অনেকেই প্রটেকসন ছাড়াই এসেছেন। তাতে আপনাদের এলাকায় হঠাৎ করেই কোভিড রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে।

COMMENTS