এশিয়া কাপ ক্রিকেটের আসর বসবে দুবাইতে জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ।
এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান দুই দলই খেলবে ।
পাকিস্তান সেপ্টেম্বর মাসে এই টুর্নামেন্টে নিজেদের দেশে আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল।
বিসিসিআই থেকে বলে দেওয়া হয় যে নিরাপত্তার কারণে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে না ।
এরকম পরিস্থিতিতে এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন হবে দুবাইতে। বিসিসিআই’ র তরফে এমন কথাও জানিয়ে দেয়া হয়েছিল যে পাকিস্তানের পক্ষ থেকে যদি এই টুর্নামেন্টের আয়োজন করা হয় ভারতের কোন আপত্তি নেই তবে টুর্নামেন্টে অবশ্যই কোনো নিরপেক্ষ স্থানে হতে হবে ।
ভারত এবং পাকিস্তানের মধ্যে শেষ ক্রিকেট সিরিজ খেলা হয়েছিল ২০১২-১৩ সালে ।
২০১২-১৩ সালের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যতবারই সাক্ষাৎ হয়েছে সবই আইসিসির কোনও টুর্নামেন্টে।
সৌরভ যখন এরকম দাবি করছেন ঠিক তখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলছেন অন্য কথা ।
মানির মতে এখনো এই বিষয়ে কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।
অংশগ্রহণকারী দেশগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত চুড়ান্ত হবে।
এমনটা হতেই পারে যে পাকিস্তানে এশিয়া কাপ ক্রিকেট হবে না কিন্তু দুবাইতে হবে এমনটাও ঠিক নয়।
দুবাইতে কোন ভাবেই এশিয়া কাপের পরিবর্তিত ভেন্যু নয় সরাসরি জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা।
COMMENTS