আজ রাত ৮ টা ৫৬ মিনিটে গুরুত্বপূর্ন ঘোষণা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকালই নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের সিদ্ধান্তের কথা ট্যুইটার হ্যান্ডেল থেকে জানালেন। সিদ্ধান্ত জানালেও কেন এই সিদ্ধান্ত , কিছুই জানান নি প্রধানমন্ত্রী।
সব সামাজিক মাধ্যম ছেড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ট্যুইটার , ফেসবুক , ইনস্টাগ্রাম , ইউটিউব থেকে বিদায় নেবার কথা প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন ।
বিভিন্ন সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদির ফলোয়ারের সংখ্যা ঈর্ষণীয়। মার্কিন রাষ্ট্রপতিরও এত ফলোয়ার নেই। সামাজিক মাধ্যমে যথেষ্ট সক্রিয় দেশের প্রধানমন্ত্রী।
নেটিজেনরা বিভিন্ন ভাবেই এই সিদ্ধান্তের ওপর প্রতিক্রিয়া জানিয়েছেন । অনেকেই যেমন এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন তেমনি বেশ কিছু টিপ্পনিও করা হয়েছে ।
রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর ট্যুইটের স্ক্রিন শট নিয়ে মন্তব্য করেছেন , ‘হিংসা ছাড়ুন , সোশ্যাল মিডিয়া নয়’।
সংবাদিক রাজদীপ সরদেশাই ট্যুইট করে প্রধানমন্ত্রীকে সামাজিক মাধ্যম না ছাড়ার জন্য অনুরোধ করেছেন , তবে যারা হিংসা এবং ‘ফেক নিউজ’ ছড়ায় তাদের ‘ফলো’ করা ছেড়ে দিতে অনুরোধ করেছেন ।
এমন জল্পনাও তৈরি হয়েছে নরেন্দ্র মোদির নামেই কোন সামাজিক মাধ্যম আত্মপ্রকাশ করতে যাচ্ছে নাতো ।
COMMENTS