তরুন আইনজীবী ভাস্কর দেব রায় আগরতলায় ত্রিপুরার সবচেয়ে বড় হাসপাতালে মারা যান গতকাল। তার কোনও চিকিৎসাই হয়নি, অভিযোগ। ভাস্কের সহকর্মীরা থানায়, ত্রিপুরা পুলিশের সদর দফতরে গিয়েও এফআইআর দায়ের করতে না পেরে আদালতে যান। আদালত ১২ মার্চ তার শুনানি করবে, পুলিশকে নোটিশ দিয়েছে। স্বাস্থ্য দফতর ‘ডেথ এডিট’ করাচ্ছে।
আইনজীবীরা মারাত্বক মারাত্বক সব অভিযোগ করেছেন, যেমন, পুলিশ মৃতদেহের কথা লেখার সময় ভাস্করের পায়ে জুতো আছে লিখতে চায়নি, পুলিশ একবার তাদের অভিযোগের নম্বর দিয়েছে, আবার পুলিশের বড়কর্তা বলেছেন , মামলা নথিভুক্ত হলে সেই নম্বরটি হবে, পুলিশের মধ্যেই অভিযোগ নেয়ার ব্যাপারে দুই পক্ষ হয়ে গেছে, ইত্যাদি।
আইনজীবীরা যারা আইন বিষয়ে অন্যদের সাহায্য করেন, তাদেরই সহকর্মীর মৃত্যুতে বিচার চেয়ে পথে নামতে হয়েছে।
ত্রিপুরায় এমন বিষয় নতুন।
COMMENTS