দিল্লির হিংসায় আক্রান্তদের সাহায্যে টাকা তুলতে রাস্তায় নেমেছিলেন মানিক সরকার।
টানা কুড়ি বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকা মানিক নিজে সাহায্য চেয়ে বেরিয়েছেন আগরতলায়, সাড়াও পেয়েছেন।
শাসক বিজেপি বাঁকা চোখে দেখেছে এই ত্রাণ সংগ্রহ। মানিক সরকার ‘জনসংযোগ’ করতেন না কিন্তু এখন রাস্তায় ত্রাণ সংগ্রহে কী করে , সিপিআই(এম) কালো টাকা সাদা করছে না তো ,ইত্যাদি প্রশ্নের খোলসে বিজেপি এই ত্রাণ সংগ্রহে তাদের অসন্তুষ্টি জানিয়েছে।
দিল্লিতে সিপিআই(এম)’ র সদর দফতর এ কে গোপালন ভবন তৈরি করতে বেশিরভাগ টাকাই গেছে ত্রিপুরা থেকে। বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাঠিয়ে দেয়া হয়েছে দিল্লির বাড়িটি বানাতে।
ত্রিপুরায় বিজেপি’র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের উক্তি সংবাদ সম্মেলনে।
আগেও বলেছেন তারা, পত্রিকাও লেখা হয়েছে, একই কথা, নবেন্দু বলে গেছেন।
নবেন্দু ভট্টাচার্য তার বক্তবের পক্ষে কোনও প্রমাণ দাখিল করেননি। মুখের কথার অভিযোগ।
ভিডিওঃ অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা
COMMENTS