ত্রিপুরার ধলাই জেলায় দু’দিনে চোদ্দ জন বিএসএফ কর্মী কোভিড ওয়ান নাইন পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন। আমবাসা জেলা সদর , সেখানে একটি হাসপাতালে একটি আইসোলেসন সেন্টার করার সিদ্ধান্ত হয়েছে বলে খবর শোনা গেছে। সেই খবরে এলাকার লোকজন আপত্তি জানিয়ে জড়ো হয়েছিলেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ত্রিপুরার ধলাই জেলায় দু’দিনে চোদ্দ জন বিএসএফ কর্মী কোভিড ওয়ান নাইন পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন।
আমবাসা জেলা সদর , সেখানে একটি হাসপাতালে একটি আইসোলেসন সেন্টার করার সিদ্ধান্ত হয়েছে বলে খবর শোনা গেছে। সেই খবরে এলাকার লোকজন আপত্তি জানিয়ে জড়ো হয়েছিলেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
COMMENTS