শ্রম আইনে বদল আনতে চাইছে সরকার, সিট্যুর দাবি

শ্রম আইনে বদল আনতে চাইছে রাজ্য সরকার। শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা করার চেষ্টা হচ্ছে, দাবি করেছেন  সিট্যুর  ত্রিপুরার সাধারন সম্পাদক শঙ্কর দত্ত।  দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পরিবহণ মন্ত্রী প্রনজিৎ সিংহরায়ের অফিসে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে কাজের সময় বাড়ানোর চেষ্টার বিরোধিতা করেছে সিট্যু। ইনটাকও একইভাবে বিরোধিতা করেছে। কিন্তু বিএমএস সরকারের এই চেষ্টার পক্ষে নিজেদের মত জানিয়েছে।

COMMENTS