পরপর নবম দিন ত্রিপুরায় পাওয়া গেল করোনা আক্রান্ত নতুন রোগী

পরপর নবম দিন যখন ত্রিপুরায় পাওয়া গেল করোনা আক্রান্ত নতুন রোগী। আজও এখানে নতুন ১৭ জন কোভিড-উনিশ রোগীর খোঁজ মিলেছে। যাদের আজ পাওয়া গেছে তারা সবাই বিএসএফ ৮৬ নম্বর ব্যাটালিয়নের। এই ব্যাটালিয়নটিও ধলাই জেলার আমবাসায়। সব মিলিয়ে ত্রিপুরায় পাওয়া যাওয়া কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ১৩৬। দুজন অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছেন। দুজন সুস্থ হয়েছেন। এখন এক্টিভ রোগী আছেন ১৩২ জন।
বিএসএফের তিনটি ব্যাটালিয়নের সদস্যরা আক্রান্ত। ১৩৮, ৮৬ এবং ৩। বিএসএফের ১২১ জন সদস্য এখন করোনায় আক্রান্ত রাজ্যে। তাছাড়া তাদের পরিবারের পাঁচজন সদস্য এবং পাঁচজন শিশুও রয়েছেন আক্রান্তের তালিকায়। একজ আছেন বিএসএফের মেস মাস্টার। সবাই ধলাই জেলার। এই জেলাকে আগেই রেড জোন হিসাবে ঘোষান করা হয়েছে।
১ মে প্রথম ত্রিপুরায় দুজন বিএসএফ জওয়ান আক্রান্ত হবার খবর আসে। তারপর সরকার বিএসএফ ব্যাটালিয়নের সদস্যদের কোভিড-১৯ টেস্ট শুরু করে। ১ মের পর থেকে প্রতিদিন নতুন রোগীর খোঁজ মিলতে শুরু করেছে।

COMMENTS