আদালতের রায়ে মুক্ত বাদল চৌধুরি এবং অন্যরা

মিছিল ছিল উদয়পুরে। মিছিলে আক্রমণ চালানো হয়। যারা আক্রমণের শিকার, তাদের নামেই পুলিশ মামলা ঠুকে দিয়েছিল। আদালতের রায়ে নির্দোষ সবাই।

ত্রিপুরায়  মন্দরনগরী নামে ডাকেন সবাই উদয়পুরকে। দীঘির শহরও। জেলা সদরও, গোমতী জেলার সদর দফতর। বছর  দেড়  আগে, ২০১৮ সালের ৭ জুলাই  চার বামদলের মিছিল চলছিল উদয়পুরে। দুস্কৃতীরা সেই মিছিলে হামলে পড়ে। থানার কাছেই মিছিলে আক্রমণ চালানো হয়, এতটাই যে পুলিশকে পাহারা দিয়ে শেষে মিছিলকে সিপি(আই)এম পার্টি অফিসে পৌঁছে দিতে হয়েছিল। তার পরদিনই, পুলিশিই নিজে  মামলা নেয় সাতজনের নামে। তারা সরকারী কাজে বাধা দিয়েছেন, মিছিলের অনুমতি নেই, শান্তি-শৃঙ্খলা নষ্ট করেছেন , এমন নানা অভিযোগ। চার বাম দলের  মিছিলে ছিলেন, ত্রিপুরার বিরোধী উপনেতা বাদল চৌধুরি, বিধায়ক রতন ভৌমিক, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ’র সদস্য  জয়বাহাদুর জমাতিয়া , সিপিআই( এম-এল)’র রাজ্য সম্পাদক পার্থ কর্মকার, প্রমুখ। তাদের সবার নামেই মামলা হয়, মোট সাতজন আসামী। সেই মামলার রায় বেরিয়েছে। উদয়পুরের মুখ্য বিচারবিভাগীয় বিচারক সবাইকেই অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন। পুলিশ, অভিযোগ প্রমাণে ব্যার্থ । অভিযুক্তদের পক্ষের উকিল রঘুনাথ মুখার্জি বলেছেন, তারা আদালতে দেখিয়ে দিয়েছেন, মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

ত্রিপুরার অন্য জায়গার মতই উদয়পুরে বামদল্গুলির অফিস বিজেপি-আইপিএফটি জোট সরকারের সময়ে আক্রান্ত হচ্ছে। বাম নেতা-কর্মীরা আক্রান্ত। এসব একটি ক্ষেত্রেও কোনও দুস্কৃতীর বিরুদ্ধে কোনও পুলিশি ব্যবস্থাই নেয়া হয়নি।

COMMENTS