সুশান্ত ঘোষের মৃত্যুর খবর পেয়েই উত্তেজিত হয়ে ওঠেন লঙ্কামুড়ার মানুষজন। আজ সকালে এলাকার মানুষ ঘর থেকে বের হয়ে আসেন। লঙ্কামুড়ার বিভিন্ন জায়গায় সাধারন মানুষের জটলা । তাদের চোখে মুখে আতঙ্ক এবং রাগের অভিব্যক্তি!
রবিবার সকালে সেখানে যান পুলিসের একটি দল। তাদের মধ্যে অনেকেই সাদা পোশাকে ছিলেন। পরিচয় জানতে পেরেই ,তাদের ওপর খাপ্পা হন মানুষ। সাধারনের আক্রমণে আহত হন পুলিসের ডিআইবি’র কর্মী অসীম মজুমদার। তার মাথায় আঘাত লাগে। তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্ত পুলিশ কর্মী
সুশান্ত ঘোষের মারা যাবার ঘটনা শুনে সকালে এলাকায় যান বিধায়ক সুরজিত দত্ত। তিনি পরিস্থিতি ঠাণ্ডা করার চেষ্টা করেন, এলাকার মানুষকে বুঝিয়ে বলেন, মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু মানুষ এতে বিশেষ সন্তুষ্ট হননি। তারা সিবিআই তদন্তের দাবি করেছেন। একসময় চলে আসেন বিধায়ক।
সুশান্ত ঘোষ গতরাতে পশ্চিম আগরতলা থানায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যা করেন বলে পুলিস জানিয়েছে। তাকে এটিএম হ্যাকিং তদন্তে শনিবার গ্রেপ্তার করেছিল পুলিস।
এ সংক্রান্ত আরও খবর দেখতে ক্লিক করুন
আগরতলা, ত্রিপুরা
COMMENTS