“অযথা আমি জেলে যেতে পারব না, কিন্তু বিকল্প ব্যবস্থা হবেই”

১০৩২৩ শিক্ষকদের যুক্তিভিত্তিক কাজের মেয়াদও ফুরিয়ে আসছে। ৩১ মার্চ চূড়ান্ত দিন। এখন পর্যন্ত তাদের জন্য সরকার ঠিক কী করেছে , তা জানা যায়নি।

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বিকল্প ব্যবস্থা করার কথা বলেছেন। তবে শিক্ষকতায় যে তারা আর থাকছেন না, তাও স্পষ্ট। বিকল্প ব্যবস্থা হবেই, তিনি বলেছেন।

 

এই শিক্ষকদেরই একটা অংশের নেতা বিমল সাহা  শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে নিজেদের দাবি পেশ করেছেন। মন্ত্রীর সাথে দেখা করার আগে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, সুপ্রিম কোর্টের একটি নোটিশের প্রেক্ষিতে তারা কথা বলবেন, এবং স্থায়ী সমাধানের দাবি জানাবেন।

COMMENTS