নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বি সি সি আই। আজ সকালে বি সি সি আই এর তরফে ষোল সদস্যক ভারতীয় দল ঘোষণা করা হয়। বিরাট কোহলি দলের অধিনায়ক। তার ডেপুটি রাহানে । দলে যদিও পেসার ইশান্ত শর্মাকে রাখা হয়েছে কিন্তু ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই তিনি পাকাপাকি ভাবে স্থান পাবেন। চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। পৃথ্বী শা কে দলে নেওয়া হয়েছে। দলে দুজন উইকেট কিপারকে নেওয়া হয়েছে । ক্রমাগত ব্যর্থতার পরেও দলে আছেন ঋষভ পন্থ। আছেন
ঋদ্ধিমান সাহাও। দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন অশ্বিন ও জাদেজা । নিউজিল্যান্ডের পিচ পেস সহায়ক। দলে পেসার আছেন পাঁচজন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত দুইটি টেস্ট খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ২১ শে ফেব্রুয়ারি , ওয়েলিংটনে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ শে ফেব্রুয়ারি , ক্রাইস্টচার্চে। ঘোষিত দল এইরকম :
বিরাট কোহলি ( অধিনায়ক )
ময়াঙ্ক আগরওয়াল
পৃথ্বী সাউ
শুভমান গিল
চেতেশ্বর পূজারা
অজিঙ্ক রাহানে ( সহ অধিনায়ক)
হনুমা বিহারী
ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার)
ঋষভ পন্থ (উইকেট কিপার)
রবি চন্দ্রণ অশ্বিন
রবীন্দ্র জাদেজা
জসপ্রিত বুমরাহ
উমেশ যাদব
মহম্মদ শামি
নভদ্বীপ সাইনি
ইশান্ত শর্মা (ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে )
COMMENTS