বাদল চৌধুরীর জামিনে মানিক সরকারের প্রতিক্রিয়া
দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে বাদল চৌধুরীকে বন্দী রেখে নির্যাতন করার, মনে করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজ বাদল চৌধুরীর জামিনের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা জানান বর্তমানে ত্রিপুরার বিরোধী দলনেতা। তিনি বলেছেন “দীর্ঘদিন তাকে রুদ্ধ করে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়েই জামিন দিয়েছে বাদল চৌধুরীকে”। সুকান্ত একাডেমীতে একটি অনুষ্ঠানে গিয়ে সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিপিআই(এম) পলিটব্যুরোর এই সদস্য।
রাতে মানিক সরকার, তপন চক্রবর্তীসহ অন্য সিপিআই(এম) নেতারা যান দুই নম্বর বিধায়ক আবাসে বাদল চৌধুরীকে দেখতে।
৮৬ দিন বন্দী জীবন কাটানোর পর ১ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান ঋষ্যমুখের সিপিআই(এম) বিধায়ক বাদল চৌধুরী
আগরতলা, ত্রিপুরা
COMMENTS