৬ বলে ৬

যেকোনও স্তরের ক্রিকেটেই পর পর ছয় বলে ছয়  হাঁকানো আকছার হয় না।

দ্য ক্রিকেট এসোসিয়েসন অব বেঙ্গল ( সিএবি) প্রথম ডিভিসন লিগ’র একটি ম্যাচে তেমনটাই করেছেন দীপাঞ্জন মুখোপাধ্যায় দু’দিন আগে। নেতাজি সুভাষ ইনস্টিটিউট’র  দীপাঞ্জন, মহামেডান স্পোর্টিং-র  সাথে ম্যাচে একেবারে শেষ দিকের এক ওভারে প্রতিটি বলেই ছয় মেরেছেন। মাত্র ২ রানের জন্য ডবল সেঞ্চুরি করতে পারেননি।

মহামেডান’র মহম্মদ নাসির বল করছিলেন, ম্যাচের ৮৩ নম্বর ওভার। দীপাঞ্জনের ব্যাক্তিগত স্কোর তখন ১৫০, পর পর ছয় মারতে শুরু করেন তিনি। ইনিংসে তার দলের স্কোর দাঁড়ায় ৪২৯।

দীপাঞ্জন মুখোপাধ্যায় রেলে কাজ করেন, তবে এবার নেই রেল স্কোয়াডে, আপাতত পশ্চিমবঙ্গের জার্সি গায়ে রঞ্জি খেলার  চেষ্টায় আছেন।

 

আরও এক ওভারে ছয়ের ছয়লাপঃ

যত্তসব ৬ বলে ৬

COMMENTS