১০৩২৩ শিক্ষকদের বিভিন্ন অংশ পথে নেমেছেন। এখন তারা যুক্তিবদ্ধ হিসেবে আছেন। সেই মেয়াদও ৩১ মার্চ শেষ হয়ে যাচ্ছে।
‘রাষ্ট্রবাদী’ সরকারের পক্ষে যারা বিধানসভা ভোটের আগে এসে ছিলেন, এবং যারা তখনকার সরকারের পক্ষে ছিলেন, দু’রকমই এখন রাস্তায়। তবে তাছাড়াও কেউ কেউ এখনও অবশ্য প্রকাশ্যে আন্দোলনে নামেননি। তারাও ‘রাষ্ট্রবাদী’ সরকার বলেই কথা বলেন। তাদের কোথাও কোথাও অন্য কর্মসূচী করতে দেখা গেছে কিছুদিন আগে।
১০৩২৩ শিক্ষকদের বড় অংশই বিজেপি-আইপিএফটি জোটকে সমর্থন করেছিলেন। নতুন সরকার আসার পর অভিনন্দন জানাতে গিয়ে নিজেদের পরিচয় বড় করতে গিয়ে লোক হাসিয়েছিলেন, সেই তাদেরও এক অংশ এখন রাস্তায় নেমেছেন।
শিক্ষকদের জন্য দাবি আদায়ের ব্যানারে বানান ভুলও চোখে পড়ছে।
বিধানসভা ভোটের আগে বিজেপি এই শিক্ষকদের কয়েকজন প্রতিনিধিকে দিল্লি নিয়ে গিয়েছিল, কেন্দ্রীয় সরাকারের সাথে কথা বলিয়ে দেয়া হয়েছিল। বিজেপি নেতা ( এখন বিধায়ক) সুদীপ রায় বর্মন তাদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে ছিলেন। ফিরে এসে সেই শিক্ষকরা ধন্যবাদ, ইত্যাদি জানিয়ে মিছিল করেছিলেন। আইন মেনে, আইন সংশোধন করে তাদের চাকরি বাঁচিয়ে দেয়ার কথা দিয়েছিল বিজেপি।
শিক্ষামন্ত্রী বেশ কিছুদিন আগে একটি অনুষ্ঠানে বলেছিলেন, শেষদিন পর্যন্ত সরকারের ওপর ভরসা রাখতে। তিনি এখনও বলছেন , বিকল্প ব্যবস্থা করবেন। তবে ঠিক পরিস্কার করে বলছেন না, তাদের জন্য ঠিক কী করা হচ্ছে। বলছেন, বিভিন্নরকম প্ল্যান আছে, এখন যা টাকা-পয়সা পান , তার কাছাকাছি রাখা হবে, ইত্যাদি বলেছেন। নির্দিষ্ট কোনও জবাব তিনি দেননি।
ভোটের আগে তাদের ‘ন্যায়’ দেবার কথা দিয়েছিল বিজেপি, শুধু তাদের নয়, সব যুক্তিবদ্ধ কর্মচারীদেরই।
তিনি বলেছেন, বামফ্রন্ট আমলের শেষদিকে কিছু পদ নিয়ে, তখনকার শিক্ষাসচিব ও মুখ্যসচিবকে সুপ্রিমকোর্ট ‘ কন্টেম্পট’ করেছিল।
সর্বোচ্চ আদালতে ১২০০ হাজার অশিক্ষক পদ নিয়ে ‘আদালত অবমাননা’র মামলা হয়েছিল, সেই মামলায় কেউই দোষী স্যবস্ত হননি, এমনকী সেসব পদে নিয়োগের ওপর যে স্থগিতাদেশ ছিল, সেটাও তুলে নেয়া হয়েছে।
আগে একদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, আদালত বলে দিয়েছে, ১০৩২৩ শিক্ষক অযোগ্য । …তারা পারুক, না পারুক …, স্কুল চালাবার জন্য মেয়াদ বাড়ানোর জন্য বলা হয়েছে, ইত্যাদি।
১০৩২৩ শিক্ষক নিয়ে অন্য খবরঃ
১০৩২৩ জবাব চাইলেন সরকারের কাছে
“অযথা আমি জেলে যেতে পারব না, কিন্তু বিকল্প ব্যবস্থা হবেই”
১০৩২৩-এর শিক্ষক হিসেবে চাকরি আর হবেনা, কিন্তু বিকল্প কিছু একটা করবে সরকার
COMMENTS