ত্রিপুরায় কোয়ারান্টাইনে থাকা মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। আজ কোয়ারেন্টাইনে রয়েছেন ২২৫১ জন। তাদের মধ্যে হোম কোয়ারান্টাইনে ২২০৯ জন এবং ইনিস্টিটিউসনাল কোয়ারান্টাইনে ৪২ জন। গতকাল কোয়ারেন্টাইনে ছিলেন ৯৪৮ জন। তথ্য দিয়েছেন ত্রিপুরার স্বাস্থ্যসচিব ডাঃ দেবাশিস বসু সন্ধ্যায় মহাকরণে।
ত্রিপুরায় এখন পর্যন্ত কোন করোনা আক্রান্ত রোগীর হদিশ পাওয়া যায়নি। যারা কোয়ারান্টাইনে আছেন তারা সবাই বাইরে থেকে এসেছেন। তাদের মধ্যে অন্য রাজ্য ঘুরে এসেছেন ১৯৬২ জন। ২৪৭ জন এসেছেন বিদেশ থেকে। ১৭৫ জনের ১৪ দিনের পর্যবেক্ষণ শেষ হয়েছে। তাদের সবার রিপোর্টই নেগেটিভ।
আগরতলার মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক হয়েছে প্রশাসনের। বাজারে খাদ্যের মজুত নিয়ে কথা হয়েছে।
সাংবাদ সম্মেলনে ছিলেন ত্রিপুরা পুলিশের আইজি জি এস রাও। নিরাপত্তাকর্মীদের কেউ কেউ সাধারন মানুষের সঙ্গে অনভিপ্রেত আচরণ করেছে বলে যে অভিযোগ উঠেছে, সেই জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
COMMENTS