ত্রিপুরায় একজন ট্রাক চালকে পাওয়া গিয়েছিল কোভিড-ওয়ান নাইন পজিটিভ হিসেবে গতকাল। আসাম সীমান্ত লাগোয়া ত্রিপুরার চুড়াইবাড়িতে তার নমুনা নেয়া হয়েছিল। তিনি আসামের করিমগঞ্জে চলে গেছেন। করিমগঞ্জ জেলাকে জানানো হয়েছে বিষয়টি। তার চিকিৎসা শুরু করেছে, বলেছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরায় ৮৩৪০ জনের কোভিড টেস্ট হয়েছে, পজিটিভ ১১৯ জন। আজ কয়ারিন্টাইনে আছেন ১৮১২ জন।
ত্রিপুরায় একজন ট্রাক চালকে পাওয়া গিয়েছিল কোভিড-ওয়ান নাইন পজিটিভ হিসেবে গতকাল। আসাম সীমান্ত লাগোয়া ত্রিপুরার চুড়াইবাড়িতে তার নমুনা নেয়া হয়েছিল। তিনি আসামের করিমগঞ্জে চলে গেছেন। করিমগঞ্জ জেলাকে জানানো হয়েছে বিষয়টি। তার চিকিৎসা শুরু করেছে, বলেছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরায় ৮৩৪০ জনের কোভিড টেস্ট হয়েছে, পজিটিভ ১১৯ জন। আজ কয়ারিন্টাইনে আছেন ১৮১২ জন।
COMMENTS