কোয়ারান্টিন থেকে পালিয়ে আত্মহত্যা ?

সিপাহিজলার একটি রাবার বাগানে যার দেহ পাওয়া  গিয়েছিল, তিনি কোয়ারান্টিনে ছিলেন। নাম স্বপন ত্রিপুরা। বাড়ি দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে।
স্বপন ত্রিপুরা টিএসআর একাদশ ব্যাটালিয়নের জওয়ান।  কোয়ারান্টিনে ছিলেন। বিশ্রামগঞ্জের লেম্বুতলিতে থাকতেন।

সিপাহিজলা জেলার পুলিশ সুপার জানিয়েছেন, স্বপন কোয়ারান্টাইন থেকে পালিয়ে গিয়েছিলেন।

সকালে ত্রিপুরার সিপাহীজলা জেলার পাথালিয়াঘাট এডিসি ভিলেজের একটি রাবার বাগানে ফাঁসিতে ঝোলানো অবস্থায় তার দেহ উদ্ধার হয়। দেহে কোনও কাপড় ছিল না। শ্রমিকরা কাজ করতে গিয়ে দেখেন, একটি গাছ থেকে একজন পুরুষের দেহ ঝুলে আছে।
এলাকাটি বিশ্রামগঞ্জ থানার আওতায়।

COMMENTS