ত্রিপুরায় আরও একজন বিএসএফ করোনায় আক্রান্ত

ত্রিপুরায় আরো একজন কোরোনায় আক্রান্তের হদিশ। তিনিও বিএসএফ কর্মী। আজ রাতে জনিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নতুন আক্রান্ত এই বিএসএফ কর্মী ১৩৮ নম্বর ব্যাটালিয়নের। ছিলেন ধলাই ত্রিপুরার জেলায়। সব নিয়ে ১৫৫ জন এখন পর্যন্ত কোভিড-উনিশের পজিটিভ কেস মিলেছে রাজ্যে। আজ ছিল এক নাগাড়ে বারো তম দিন যখন ত্রিপুরায় করোনার আক্রান্তের খবর এসেছে।
সন্ধ্যায় মহাকরণে শিক্ষামন্ত্রী বলেছেন প্রথম দুজন যে বিএসএফ করোনায় আক্রান্তকে জিবিপি হাসপাতালে আনা হয়েছিল তারা এখন পুরোপুরি সুস্থ। আজ তাদের কোভিড-উনিশ টেস্টে নেগেটিভ পাওয়া গেছে। আগামীকাল আরও দশজন সুস্থ হবেন বলে আশা করা হচ্ছে। তাদেরকে ফিরিয়ে নিতে বিএসএফের আইজিকে বলেছে রাজ্য সরকার। তারা ফিরে গেলেও দু সপ্তাহের কোয়ারান্টাইনে থাকবেন।
এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দুজনকে পাওয়া গিয়েছিল করোনায় আক্রান্ত হিসাবে। তারা সুস্থ হয়ে ফেরার পর রাজ্য সরকার ত্রিপুরাকে করোনা মুক্ত বলে ঘোষণা করেছিল। মে মাসের প্রথম দিন থেকেই বিএসএফ কর্মীদের আক্রান্ত হবার তথ্য সামনে আসে।

COMMENTS