করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার গড় দেশের মধ্যে ত্রিপুরাতেই সবচেয়ে বেশি, বলেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সুস্থ হয়ে ওঠার গড় রাজ্যে ৬৮.৬৩ শতাংশ। ত্রিপুরাতে ১৬৯ জন কোভিড পজিটিভ পাওয়াগেছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন ১১৬ জন। এখন চিকিৎসা নিচ্ছেন ৫১ জন।আজ কোয়ারান্টিনে আছেন ৪৬০১ জন।
বাধারঘাটে টিআইডিসি’র একটি এক্সিবিশন সেন্টার রয়েছে। সেখানে এক হাজার বেডের করোনা সেন্টার হবে।
ত্রিপুরাতে তিনজন বিদেশী আটকা পড়েছিলেন লকডাউনে। আজকে জর্ডনের একজন সড়ক পথে দিল্লির দিকে রওনা দিয়েছেন। দু’জন গ্রীসের নাগরিক এখনও রাজ্যে আছেন।
সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ২০ হাজার মেট্রিকটন ধান কিনবে। ২৬ মে থেকে ধান কেনা রাজ্যের ২১টি জায়গায় শুরু হবে। মন্ত্রীসভা এ ব্যাপারে অনুমোদন দিয়েছে।
COMMENTS