লকডাউনের জন্য মাঝ পথেই বন্ধ হয়ে যায় ত্রিপুরায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা নেয়া হবে ৫ জুন থেকে। পরীক্ষার সময় দুপুর বারোটা থেকে তিনটা। উচ্চমাধ্যমিকের একটি পরীক্ষা কেন্দ্র রেড জোনে পড়েছে। ধলাই জেলার কুলাই স্কুল। এই কেন্দ্রটি সড়িয়ে আমবাসার চন্দ্রাইপাড়া স্কুলে আনা হয়েছে। আজ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
সরকার এবার লকডাউনের জন্য রাজ্যের বেসরকারী স্কুলগুলিকে বলেছিলে টিউশন ফি এবং অন্য কোনও ধরণের ফি যাতে বাড়ানো না হয়। কমাতে হবে। ৩৪টি স্কুল এখন পর্যন্ত শিক্ষা দপ্তরে তাদের বক্তব্য জানিয়েছে। কোন স্কুল কি করছে তা সবিস্তারে জানিয়েছেন মন্ত্রী। এখনও যেসব স্কুল তাদের বক্তব্য জানায় নি তাদের আবার চিঠি পাঠানো হবে।
১০৩২৩ শিক্ষকদের নিয়ে সুপ্রিমকোর্টে আবেদন করা হয়েছে। কোর্ট ফিও জমা হয়েছে। গতকাল শিক্ষক সংগঠনের নেতারা যে বক্তব্য রেখেছেন এই মামলা নিয়ে তা ঠিক না।
COMMENTS